Last Updated: Sunday, May 4, 2014, 21:40
নিজের মেয়ের অভিভাবকত্বের দাবি জানিয়ে আদালতের দ্বারস্থ হলেন লিয়েন্ডার পেজ। তাঁর এবং রিয়া পিল্লাইয়ের নাবালিকা সন্তানের পুরোপুরি দায়িত্ব নিতে চান বলে লিয়েন্ডার পিটিসন দিয়েছেন আদালতে। সঞ্জয় দত্তের প্রাক্তন স্ত্রী রিয়ার সঙ্গে লিয়েন্ডারের সম্পর্ক ২০০৩ সাল থেকে।