Last Updated: Friday, April 20, 2012, 23:02
শনিবার রাতেই সম্ভবত নির্ধারিত হয়ে যাবে, এবারের লা লিগার খেতাব দখল করবে কোন দল। লা লিগার এল ক্লাসিকোয় মুখোমুখি হচ্ছে ২ স্প্যানিশ জায়েন্ট রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনা। লিগ তালিকার উপরের দিকে থাকা ২ দলের মধ্যে পয়েন্টের পার্থক্য মাত্র ৪।