Last Updated: Friday, December 6, 2013, 23:56
এপিএল, বিপিএলের জন্য পাঠানো সরকারি চাল চোরাপথে যাচ্ছে রাইসমিলে। সেখানে বস্তার লেবেল বদলে ট্রাকের পর ট্রাক চাল যাচ্ছে খোলাবাজারে। বর্ধমানের একটি বন্ধ রাইসমিলে হানা দিয়ে সরকারি প্রকল্পের চাল পাচার চক্রের হদিস পেল বর্ধমান পুলিস। উদ্ধার হয়েছে দশ হাজার বস্তারও বেশি চাল। তিনশো বস্তা গম এবং আটষট্টি ব্যারেল কেরোসিন। পুলিসের পাশাপাশি ঘটনার তদন্তে নামছে ফুড কর্পোরেশন।