Last Updated: Tuesday, February 11, 2014, 12:38
সোচি অলিম্পিকে অবশেষে জাতীয় পতাকার আশ্রয় ফিরে পেলেন ভারতীয় ক্রীড়াবিদরা। ১৪ মাস আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) অবশেষে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপর থেকে নির্বাসন তুলে নিল। ফল স্বরূপ অলিম্পিকের জগতে প্রত্যাবর্তন ঘটল ভারত ও ভারতীয় পতাকার। আইওসি-এর নির্দেশ মত আইওএ নির্বাচন করায় ভারতের উপর থেকে প্রতিশ্রুতিমত নির্বাসন তুলে নেওয়ার সিদ্ধান্ত নিল আইওএ।