Ritupano Ghosh - Latest News on Ritupano Ghosh| Breaking News in Bengali on 24ghanta.com
ফিরে এস ঋতুপর্ণ, নতুন বছরে রামধনুর লড়াই চাইছে তোমায়...

ফিরে এস ঋতুপর্ণ, নতুন বছরে রামধনুর লড়াই চাইছে তোমায়...

Last Updated: Tuesday, December 24, 2013, 18:33

১১ ডিসেম্বর। বছর শেষের মাসের এই দিনটা হঠাৎ করে বদলে দিল এদেশের বহু মানুষের জীবন। তাদের ভালবাসার অধিকারে রাষ্ট্রের হস্তক্ষেপের ছাপ্পা পড়ল। সৌজন্যে দেশের শীর্ষ আদালত। ২০১০সালের দিল্লি হাইকোর্টের রায় নস্যাৎ করে সুপ্রিমকোর্ট এই দিনই ঘোষণা করল, বহাল থাকবে ৩৭৭ ধারা। আদালত বলছে এই ধারার লিখিত কিছু নিয়মাবলীর উল্টোদিকে হেঁটে নিজের ভালবাসার জানান দিলেই সব্বোনাশ। একুশে আইনের দেশে ঢুকতে হবে জেলে। বৃহদার্থে সবার উপর এই আইনের কচকচি ন্যাস্ত হলেও আসলে ৩৭৭ ধারা সরাসরি আক্রমণ হেনেছে সমকামী, উভকামী, রূপান্তরকামী মানুষদের ভালবাসার অধিকারের উপর। নিজের পছন্দের মত যৌনসঙ্গী নির্বাচনের অধিকারের উপর।