Last Updated: Friday, May 31, 2013, 10:17
মাঝেমধ্যেই বোঝার সুবিধার জন্য বিভিন্ন চরিত্র অভিনয় করে দেখিয়ে দিতেন কলাকুশলীদের। তারপর একসময় নিজের গায়েই চাপিয়ে নিলেন অভিনেতার পোশাক। পরিচালক ঋতুপর্ণ ঘোষের আড়াল থেকে বেরিয়ে এলেন অভিনেতা ঋতুপর্ণ ঘোষ। ঘনিষ্ঠরা বলেন নিছক চরিত্র-অভিনয় নয়, সত্ত্বার গভীর থেকে উত্সারিত বহুমাত্রিক ভাবনাই অভিনয়ে মেলে ধরতে চেয়েছেন অভিনেতা ঋতুপর্ণ ঘোষ। এমন অনেক কথাই আছে যা বলা হয়ে ওঠে না। ক্রমশ তীব্র হয় আত্মপ্রকাশের যন্ত্রনা। সেই তাগিদ থেকেই হয়তো পরিচালনার সঙ্গে অভিনয়কেও বেছে নিয়েছিলেন ঋতুপর্ণ ঘোষ।