Last Updated: Wednesday, July 4, 2012, 09:53
আবু হামজা সম্পর্কিত কোনও বিস্তারিত তথ্য তালিকা বিদেশসচিব পর্যায়ের বৈঠকে পাকিস্তানকে দেবে না ভারত। বিদেশমন্ত্রকের তরফে আজ একথা জানানো হয়েছে। মুম্বই হামলায় জড়িত সন্দেহে ধৃত জঙ্গি আবু হামজাকে জেরা করে গোয়েন্দারা হামলায় করাচি যোগের যে চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন, তা নিয়ে আটঘাট বেঁধেই এগোতে চাইছে দিল্লি।