Last Updated: Wednesday, September 5, 2012, 17:44
পরস ভাসিন মৃত্যুরহস্যে পুলিসের হাতে এল সুইসাইড নোট। বুধবার পরসের স্ত্রী শেলি দীর্ঘ দু`পাতার একটি সুইসাইড নোট পুলিসের হাতে তুলে দেন। পরস এর আগেও দুবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলেও এদিন পুলিসকে জানান শেলি।