Last Updated: Wednesday, January 23, 2013, 14:44
অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবলস থেকে বিদায় নিলেন রোহন বোপান্না। কোয়ার্টার ফাইনালে রোহন আর তাঁর চাইনিজ তাইপের পার্টনার সু উই হিস হারলেন ২-৬, ৩-৬ পেসকি-মারসিন জুটির বিরুদ্ধে। প্রথম সেটে রোহনরা হারেন মাত্র ২০ মিনিটে। আজ অসি ওপেনে আর কোনও ভারতীয়র খেলা নেই। আগামিকাল, বৃহস্পিতাবার মিক্সড ডাবলসের কোয়ার্টার ফাইনালে খেলবেন মহেশ ভূপতি- নাদিয়া পেত্রোভা। আর সানিয়া মির্জা-বব ব্রায়ান জুটি।