Last Updated: Thursday, February 20, 2014, 11:11
পর পর দু`বার গণ ধর্ষিত হওয়ার পর নিজের বাবার হাতেই ফের ধর্ষণের শিকার হল হরিয়াণার এক স্কুলছাত্রী। দিল্লি থেকে এক ঘণ্টারও কম দূরত্বে অবস্থিত সোনেপাতের এই কিশোরী পুলিসকে তার তার উপর ঘটে যাওয়া নৃশংস এই অত্যাচারের কথা জানানোর সময় ভয়াবহ অভিযোগ তুলল।