Rubi Majumdar - Latest News on Rubi Majumdar| Breaking News in Bengali on 24ghanta.com
জটিল অস্ত্রোপচারে আবারও সাফল্য কলকাতার চিকিত্সকদের

জটিল অস্ত্রোপচারে আবারও সাফল্য কলকাতার চিকিত্সকদের

Last Updated: Saturday, November 5, 2011, 19:42

আবার জটিল অস্ত্রোপচারে সাফল্য পেলেন মেডিকেল কলেজের চিকিত্‍সকরা। হৃদরোগে আক্রান্ত হয়ে মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন যাদবপুরের বাসিন্দা রুবি মজুমদার। চিকিত্‍সকরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। তাঁদের প্রয়াস সফল হন। এর আগেও এই ধরনের দুটি অসফল অস্ত্রোপচার হয় মেডিকেল কলেজে।