Last Updated: Monday, May 19, 2014, 10:59
৪০ বসন্ত পেরিয়ে আজও মগজের কেরামতিকে চ্যালেঞ্জ জানাতে তার জুরি মেলা ভার। সেই রুবিক`স কিউবের জন্মদিনে গুগল আজ উপহার দিল অভিনব এক ডুডল। আজ গুগলের ডুডল সেই চির বিখ্যাত রঙিন কিউবটির প্রতিরূপ। বুদ্ধির গোরাতে ধোঁয়া দিয়ে নিজের কম্পিউটার স্ক্রিনেই আজ আপনি ইচ্ছা হলে ভার্চুয়ালি রুবিক`স কিউবের রংমিলন্তি প্রচেষ্টার অংশ হতে পারেন।