Rupesh Paul - Latest News on Rupesh Paul| Breaking News in Bengali on 24ghanta.com
দেশি কন্যার অস্কার দৌড়

দেশি কন্যার অস্কার দৌড়

Last Updated: Monday, December 17, 2012, 17:00

অস্কার মনোনয়নের তালিকায় জায়গা করে নিলেন ভারতীয় কন্যা শিরিন ক্যাথরিন। পরিচালক রূপেশ পলের ছবি সেন্ট ড্রাকুলা থ্রি ডি-র দুটো গানের গীতিকার ছিলেন ২৪ বছরের শিরিন। দুটো গানই ৮৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের অরিজিনাল সঙ বিভাগে ৭৫টি গানের মধ্যে মনোনয়ন পেয়েছে।