Last Updated: Wednesday, February 29, 2012, 10:45
গত সপ্তাহেই বিজ্ঞান বিষয়ক মার্কিন জার্নাল `সায়েন্স`-এ দেওয়া এক সাক্ষাত্কারে তামিলনাড়ুর কুডনকুলামে প্রস্তাবিত পরমাণু বিদ্যুত্ প্রকল্প বিরোধী আন্দোলনের পিছনে বিদেশী অনুদানের অভিযোগ এনেছিলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পরামর্শ মেনে পরমাণু প্রকল্প-বিরোধী আন্দোলনে যুক্ত ৪টি স্বেচ্ছাসেবী সংস্থার বিরুদ্ধে মামলা করল সিবিআই এবং তামিলনাড়ু পুলিস।