Last Updated: Thursday, November 7, 2013, 18:38
কথায় বলে রাজার মুকুট আসলে কাঁটার, দূর থেকে ওই রকম দেখায়। আর সুন্দরীর মুকুট! মিস এশিয়া প্যাসিফিক সৃষ্টি রানার মুকুট আসলে নকল! আজই দক্ষিণ কোরিয়া থেকে সৌন্দ্যর্য প্রতিযোগিতা মিস এশিয়া প্যাসিফিক ওয়ার্ল্ড ২০১৩-খেতাব জিতে দেশে ফেরেন সৃষ্টি রানা। কিন্তু মুম্বইয়ের ছত্রপতি শিবাজি বিমানবন্দরে সৃষ্টি নামতেই একটা `সৃষ্টি ছাড়া` খবর হল।