Sabitendu - Latest News on Sabitendu| Breaking News in Bengali on 24ghanta.com
সোমবার থেকে দোকানে মিলছে এডিজির বই

সোমবার থেকে দোকানে মিলছে এডিজির বই

Last Updated: Monday, September 3, 2012, 17:51

সোমবার থেকে আবার ড: নজরুল ইসলামের লেখা বইয়ের বিক্রি শুরু করল প্রকাশনা সংস্থা। বইটির বিষয়বস্তুতে মুখ্যমন্ত্রী এবং রাজ্যের নয়া শাসকদলের কিছু বক্তব্য থাকায় গত বৃহস্পতিবার এই বইটিকে কার্যত নিষিদ্ধ করা হয়েছিল। যদিও সরকারিভাবে কোনও নিষেধাজ্ঞা জারি না করায় আজ থেকে ওই বইটির বিক্রি শুরু করা হল।