Last Updated: Friday, July 11, 2014, 23:57
স্ত্রীর প্রতি কটুক্তির বদলা নিতে দশ বছরের কিশোরীকে ধর্ষণের নিদান দিল সালিশিসভা। বোকারোর সগন গুলগুলিয়ায় সালিশি সভার মধ্যযুগীয় এই বর্বরতায় নিন্দার ঝড় উঠেছে গোটা দেশে। ইতিমধ্যেই অভিযুক্ত পঞ্চায়েত প্রধান সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিস।