Last Updated: Thursday, January 10, 2013, 10:00
আপাতত মায়ের হেফাজতেই থাকবে অভিজ্ঞান-ঐশ্বর্য। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের অন্তর্বর্তীকালীন নির্দেশে বিচারক জানিয়েছেন, দুটি শিশু মা সাগরিকার সঙ্গেই থাকবে। প্রয়োজনে একজন মনোবিদ তাদের দেখাশোনা করতে পারবেন। সপ্তাহে একবার কাকা অরুণাভাস ভট্টাচার্য শিশুদুটির সঙ্গে দেখা করতে পারবেন। তবে হাইকোর্টের নির্দেশ দেখা করতে হবে দুই পরিবারের বাড়ি ছাড়া তৃতীয় কোনও জায়গায়।