Last Updated: Wednesday, March 21, 2012, 09:20
নতুন মোড় নিল নরওয়ের বাঙালি দম্পতির শিশু সন্তানদের ফেরানোর ঘটনা। গতকাল ওই দুটি শিশুর বাবা অনুরূপ ভট্টাচার্য দাবি করেছেন, তাঁর স্ত্রীর মানসিক সমস্যা রযেছে। সেই কারণেই তাঁদের ২ শিশু সন্তানকে সরিয়ে নিয়েছে নরওয়ের শিশুকল্যাণ দফতর।