Sahagunge - Latest News on Sahagunge| Breaking News in Bengali on 24ghanta.com
ভোট এলেই জমজমাট ডানলপ কারখানা চত্বর আজ কোথায়?

ভোট এলেই জমজমাট ডানলপ কারখানা চত্বর আজ কোথায়?

Last Updated: Tuesday, April 1, 2014, 10:34

ভোটে কেমন আছে সাহাগঞ্জের ডানলপ কারখানা? একসময় ভোট আসলেই জমজমাট হয়ে উঠল কারখানা চত্বর। প্রার্থীদের প্রচার, দেওয়াল লিখন নিয়ে সবটাই ছিল একটা উত্সবের মেজাজ। কিন্তু, আজ সবই অতীত। অনিশ্চয়তার মুখে দাঁড়ানো ডানলপ কারখানা ভোট থেকে আর কোনও উত্তাপই পায় না।শুনশান কারখানা চত্বর। সেই দুহাজার এগারো থেকে। উত্পাদন নেই। কী হবে? আদৌ কি খুলবে কারখানা? জানেন না শ্রমিক কর্মচারীরা। কারণ হাইকোর্টে বিচারাধীন ডানলপ মামলা। শ্রমিকরা জানেন না কোনওদিন পাবেন কিনা বকেয়া। তাই ভোট নিয়ে তাঁদের মধ্যে কোনও উত্সাহই নেই। উত্সাহ নেই রাজনৈতিক দলগুলিরও। ভোটের ঢাকে কাঠি পড়ার পর ক-জন প্রার্থী এসেছেন প্রচারে?