Last Updated: Monday, January 20, 2014, 22:34
কারা পাবে এনআরইজিএ প্রকল্পের কাজ করানোর দায়িত্ব, তাই নিয়ে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে রণক্ষেত্র বীরভূমের সাঁইথিয়া থানার খেরুয়া গ্রাম। গত কয়েকদিন ধরেই এনিয়ে দুই গোষ্ঠীর সংঘাত চলছিল ওই গ্রামে। এ দিন তা চূড়ান্ত পর্যায়ে পৌছয়। বোমা তো ছিলই, বেরোল মাস্কেটও।