Sajal Ghosh - Latest News on Sajal Ghosh| Breaking News in Bengali on 24ghanta.com
কার্টুন এবার তৃণমূলকর্মীর প্রোফাইলে

কার্টুন এবার তৃণমূলকর্মীর প্রোফাইলে

Last Updated: Sunday, April 22, 2012, 20:21

কার্টুনকাণ্ডে গ্রেফতার হয়েছিলেন অম্বিকেশ মহাপাত্র। তাঁর অপরাধ ছিল মু্খ্যমন্ত্রীর অপছন্দের একটি কার্টুন তিনি শেয়ার করেছিলেন আরও কয়েকজনের সঙ্গে। সেই কার্টুন নিয়ে তাঁদের আপত্তির কথা জানান তৃণমূল নেতৃত্ব।