Last Updated: Thursday, December 5, 2013, 16:32
মুম্বইয়ের হিট অ্যান্ড রান মামলায় স্বস্তি সলমন খানের। বৃহস্পতিবার মুম্বইয়ের দায়রা আদালত নতুন করে সলমনের আবেদন শোনার নির্দেশ দিয়েছে। নতুন প্রমাণও খতিয়ে দেখবে আদালত। হিট অ্যান্ড রান মামলায় নতুন করে শুনানি শুরুর নির্দেশ দিয়েছে আদালত।