Last Updated: Friday, April 11, 2014, 13:29
সমাজে মহিলাদের সমানাধিকার নিয়ে যখন সারা দেশে আন্দোলনের বীজ বপন হচ্ছে ঠিক সেই সময়ই ধর্ষণ নিয়ে মুলায়ম সিং যাদবের জুতোতেই পা গলালেন মহারাষ্ট্রের সমাজবাদী দলের প্রধান আবু আজমি। তবে দলের সুপ্রিমোর থেকে আরও কয়েক ধাপ এগিয়ে গেলেন তিনি। জানালেন ধর্ষিতদেরও কঠোর শাস্তি হওয়া উচিৎ।