Last Updated: Wednesday, August 28, 2013, 16:06
গোয়ার ডান্সবার থেকে ধৃত সমাজবাদী পার্টির বিধায়ক মহেন্দ্র সিংয়ের ব্যাপারে তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য পেল পুলিস। গোয়ার পানাজির যে বার থেকে উত্তরপ্রদেশের সিতাপুরের চারবারের বিধায়ককে ধরা হয়েছে, সেই বারে কাজ করা মেয়েদের নিয়ে আসা হত দেশের বিভিন্নপ্রান্ত থেকে।