Samba Carnival - Latest News on Samba Carnival| Breaking News in Bengali on 24ghanta.com
ফ্রেব্রুয়ারির শেষে বসন্তের সঙ্গে ব্রাজিল মাতবে সাম্বা উৎসবে

ফ্রেব্রুয়ারির শেষে বসন্তের সঙ্গে ব্রাজিল মাতবে সাম্বা উৎসবে

Last Updated: Tuesday, January 21, 2014, 16:34

ব্রাজিল শুনলে প্রথমেই মনে আসে ফুটবল খেলা আর সাম্বা নাচ। ফেব্রুয়ারির শেষেই রিও ডি জেনিরোতে শুরু হবে কার্নিভাল। সেই উত্সবের প্রধান আকর্ষণ সাম্বা নাচই। কার্নিভালে দেশ বিদেশের দর্শকদের মন জয় করতে জোরদার প্রস্তুতি শুরু করে দিয়েছেন সাম্বা নাচের শিল্পীরা। ব্রাজিলের কার্নিভাল মানেই জমকালো উত্সব। প্রতিবছরই দেশরতো বটেই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে ভিড় করেন এই ঝলমলে কর্নিভাল দেখতে।