Last Updated: Sunday, April 7, 2013, 21:09
মহম্মদ ইকবাল ওরফে মুন্নার পর এবার শম্ভুনাথ কাউ। গোয়েন্দাদের জেরায় তৃণমূল কাউন্সিলরের চাঞ্চল্যকর স্বীকারোক্তি। শম্ভুনাথ কাউয়ের দাবি, নেতারা সব জানতেন। কয়েকজন নেতাই তাঁকে গা ঢাকা দিয়ে থাকতে বলেছিলেন। ধরা পড়ার পর গার্ডেনরিচে এসআই তাপস চৌধুরী খুনে অন্যতম অভিযুক্ত তৃণমূলের বরো চেয়ারম্যান মুন্নাভাইও একই দাবি করেছিলেন। শম্ভুনাথ কাউয়ের আরও দাবি, শীর্ষ নেতাদের জানিয়েই সেদিন মাঠপুকুরে গিয়েছিলেন তিনি। তবে, অধীর মাইতিকে খুনের কোনও উদ্দেশ্য ছিল না তাঁর।