Last Updated: Tuesday, February 25, 2014, 10:44
স্যামসং গ্যালাক্সির নয়া অবতার গ্যালাক্সি এস ফাইভ এক্কেবারে রেডি বাজারে আসার জন্য। বিশ্ব জুড়ে অ্যানড্রয়েড ফোনের সর্বাপেক্ষা জনপ্রিয় সিরিজটির এই নয়া সদশ্য চোখ উলটানো নয়া কোনও গিমিক নেই। আগের মডেলগুলির মত এই মডেলটির ক্ষেত্রে স্যামসং ব্যবহারকারীদের কথা মাথায় রেখেছে। আগের মডেলগুলির থেকে প্রযুক্তিগত ভাবে কিছু ক্ষেত্রে উন্নত হলেও সামগ্রিকভাবে জটিল নয়। এই বছরের এপ্রিল মাস থেকেই পাওয়া যাবে এই ফোন।