Last Updated: Thursday, May 8, 2014, 15:07
শিকাগোর দক্ষিণ-পূর্ব প্রান্তে অবস্থিত Indiana Dunes National Lakeshore -এর বালিয়াড়িতে ঘুরতে গিয়ে হঠাৎ করেই সবার চোখের সামনে অদৃশ্য হয়ে যায় বছর ছয়েকের নাথান। নাথান যেখান থেকে অদৃশ্য হয়েছিল সেই জায়গার কাছাকাছি গিয়ে দেখা যায় সেখানে হঠাৎই তৈরি হয়েছে একটা গর্ত। আর সেই গর্তেই পড়ে গেছে নাথান। উদ্ধারকারী দল তারাতারি এসে বহু কষ্টে উদ্ধার করে ছোট্ট নাথানকে।