Sandeep Acharya dead - Latest News on Sandeep Acharya dead| Breaking News in Bengali on 24ghanta.com
ইন্ডিয়ান আইডল টু-এর বিজয়ী সন্দীপ আচার্যর মৃত্যু

ইন্ডিয়ান আইডল টু-এর বিজয়ী সন্দীপ আচার্যর মৃত্যু

Last Updated: Sunday, December 15, 2013, 21:35

ইন্ডিয়ান আইডল-টুতে জয়ের পর আনন্দে কাঁদতে কাঁদতে সন্দীপ আচার্য বলেছিলেন, আমি ১০০ বছর বাঁচতে চাই, শুধু গানের জন্য। সেটা আর হল না। ২৯ বছর বয়সে জন্ডিস রোগে আক্রন্তা হয়ে মারা গেলেন সন্দীপ আচার্য। রবিবার সন্ধ্যায় গুরগাঁওয়ের মেদান্তা হাসপাতালে সন্দীপকে মৃত ঘোষণা করা হয়।