Sangeet Som - Latest News on Sangeet Som| Breaking News in Bengali on 24ghanta.com
মুজফফরনগর দাঙ্গা: গ্রেফতার দুই বিজেপি ও এক বিএসপি বিধায়ক

মুজফফরনগর দাঙ্গা: গ্রেফতার দুই বিজেপি ও এক বিএসপি বিধায়ক

Last Updated: Saturday, September 21, 2013, 21:52

মুজফ্ফরনগরে গোষ্ঠীসংঘর্ষের ঘটনার প্রায় মাসখানেক পর অবশেষে নড়েচড়ে বসল অখিলেশ যাদব সরকার। গোষ্ঠী সংঘর্ষে মদত দেওয়ার অভিযোগে আজ আরও দুই বিজেপি ও এক বিএসপি বিধায়ককে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ পুলিস। জেলাশাসকের অনুরোধে আজ মুজফ্ফরনগর সফর বাতিল করেন বিজেপি সভাপতি রাজনাথ সিং। তবে হিংসার দায় পুরোপুরি সমাজবাদী পার্টির ঘাড়ে চাপিয়েছেন তিনি।