Santanu Ghosh - Latest News on Santanu Ghosh| Breaking News in Bengali on 24ghanta.com
জামিনের আবেদন খারিজ, পাঁচদিনের ইডি হেফাজতে শান্তনু ঘোষ

জামিনের আবেদন খারিজ, পাঁচদিনের ইডি হেফাজতে শান্তনু ঘোষ

Last Updated: Wednesday, June 25, 2014, 23:39

ছাপান্ন কোটি টাকা দিয়ে শান্তনু ঘোষের কাছ থেকে মোটরবাইক তৈরির কারখানা কিনেছিলেন সুদীপ্ত সেন। সঙ্গে ছিল ২১১ কোটি টাকার ব্যাঙ্ক ঋণের দায়। প্রথমে রাজি না হলেও, কার মধ্যস্থতায় গ্লোবাল অটোমোবাইলস কিনেছিলেন সুদীপ্ত সেন? জেনাইটিস কর্তা শান্তনু ঘোষকে হেফাজতে নিয়ে সেই উত্তরই খুঁজছে ইডি। বেশি দামে সারদা কর্তাকে দুটি রুগ্ন সংস্থা বেচে টাকা আত্মসাতের দায়ে শান্তনু ঘোষকে গ্রেফতার করেছে ইডি। বুধবার তাঁকে আদালতে পেশ করা হলে, শান্তনু নিজের হয়ে নিজেই সওয়াল করেন। কিন্তু আদালত তাঁর জামিনের আবেদন খারিজ করে পাঁচদিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে।