Santosh Mane - Latest News on Santosh Mane| Breaking News in Bengali on 24ghanta.com
ছিনতাই করা বাসের বেপরোয়া দৌড়, মৃত ৯

ছিনতাই করা বাসের বেপরোয়া দৌড়, মৃত ৯

Last Updated: Wednesday, January 25, 2012, 12:33

জানিয়েছে, সন্তোষ মানে নামে বছর ৩০ এর এক ব্যক্তি সোয়ারগেট বাস টার্মিনাল থেকে একটি সরকারি বাস ছিনতাই করে পালাচ্ছিলেন। বাসটির রেজিস্ট্রেশন নম্বর এমএইইচ ১৪ বিটি ১৫৩২। ট্র্যাফিক আইন অগ্রাহ্য করে বেপরোয়া ভাবে রাস্তার ডানদিক দিয়ে য়াওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পরপর ২৫ টি গাড়িকে ধাক্কা মারে বাসটি।