Santoshpur school - Latest News on Santoshpur school| Breaking News in Bengali on 24ghanta.com
সন্তোষপুর স্কুলকাণ্ডের আঁচ ছড়ালো রাজ্যজুড়ে

সন্তোষপুর স্কুলকাণ্ডের আঁচ ছড়ালো রাজ্যজুড়ে

Last Updated: Wednesday, December 19, 2012, 18:50

সন্তোষপুর স্কুলকাণ্ডের জেরে বিক্ষোভ এবার সিঁথির স্কুলে। উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষায় অকৃতকার্য ছাত্রীরা আজ সকাল থেকে ঘেরাও করে রাখে স্কুলের প্রধানশিক্ষিকা ও অন্যান্য শিক্ষিকাদের। তাদের দাবি, টেস্টে পাস করিয়ে দিতে হবে। বেলা এগারোটা থেকে ঘেরাও চলার পর বিকেলের দিকে পুলিস এসে শিক্ষাকাদের ঘেরাওমুক্ত করে। এরপরেই স্কুল চত্বরে অবস্থানে বসে ছাত্রীরা। অবস্থানে যোগ দিয়েছেন অভিভাবকেরা।