Last Updated: Monday, April 21, 2014, 23:00
তিনজনকে পায়ে পিষে মেরেছি। প্রকাশ্য জনসভায় সদম্ভে ঘোষণা করেছিলেন মণিরুল ইসলাম। তারপরেও দ্বারকা হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শীর গোপন জবানবন্দিতে নেই তাঁর নাম। ফলে সাময়িক স্বস্তিতে লাভপুরের তৃণমূল বিধায়ক । এদিকে, চার বছরেও তদন্ত শেষ না হওয়ায় রাজ্যের হলফনামা চেয়েছে হাইকোর্ট।