Sanwar Sheikh - Latest News on Sanwar Sheikh| Breaking News in Bengali on 24ghanta.com
খুনের কথা প্রকাশ্যে স্বীকার করলেও সনোয়ার শেখের গোপন জবানবন্দিতে নেই মণিরুলের নাম

খুনের কথা প্রকাশ্যে স্বীকার করলেও সনোয়ার শেখের গোপন জবানবন্দিতে নেই মণিরুলের নাম

Last Updated: Monday, April 21, 2014, 23:00

তিনজনকে পায়ে পিষে মেরেছি। প্রকাশ্য জনসভায় সদম্ভে ঘোষণা করেছিলেন মণিরুল ইসলাম। তারপরেও দ্বারকা হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শীর গোপন জবানবন্দিতে নেই তাঁর নাম। ফলে সাময়িক স্বস্তিতে লাভপুরের তৃণমূল বিধায়ক । এদিকে, চার বছরেও তদন্ত শেষ না হওয়ায় রাজ্যের হলফনামা চেয়েছে হাইকোর্ট।