Last Updated: Saturday, March 1, 2014, 21:55
এসএসকেএমের হস্টেলে মাদক সরবরাহ যে অবাধেই চলত, ধৃতদের স্বীকারোক্তিতে তা স্পষ্ট। ঘুটিয়ারি শরিফ থেকে নিয়মিত মাদক যেত এসএসকেএমের ইন্টার্ন হস্টেলে। ঘটনার দিনও ইন্টার্ন সপ্তর্ষি দাস পঞ্চাশ প্যাকেট হেরোইন কিনেছিলেন। জেরায় এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।