Sapurji Palanji - Latest News on Sapurji Palanji| Breaking News in Bengali on 24ghanta.com
ইনফোসিসকে এসইজেড নয়: শিল্পমন্ত্রী

ইনফোসিসকে এসইজেড নয়: শিল্পমন্ত্রী

Last Updated: Thursday, September 6, 2012, 14:09

ইনফোসিসকে এসইজেড নয়। বেঙ্গালুরুতে সংস্থার কর্তাদের সঙ্গে বৈঠকের পর একথা স্পষ্ট করে দিলেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তার পরিবর্তে করে ছাড় দেওয়ার বিকল্প প্রস্তাব রেখেছে রাজ্য। বৈঠকের পর শিল্পমন্ত্রীর দাবি, রাজারহাটে ইনফোসিসের প্রকল্প নিয়ে অনিশ্চয়তা কাটছে।