Last Updated: Saturday, April 19, 2014, 12:03
সারদা আর্থিক কেলেঙ্কারির সঙ্গে বারবারই নাম জড়িয়েছে শাসকদলের বহু নেতা মন্ত্রীর। সারদা কর্তার সিবিআইকে লেখা চিঠিতেই প্রথম ফাঁস হয় তৃণমূলের দুই সাংসদ কুণাল ঘোষ ও সৃঞ্জয় বসুর নাম। সংবাদমাধ্যমের হাতে আসে সারদার অনুষ্ঠানে পরিবহণমন্ত্রীর বলা বিন্দু থেকে সিন্ধু বানানোর তত্ত্ব। গ্রেফতার হওয়ার পর সারদা প্রতারণায় খোদ মুখ্যমন্ত্রী সহ ১২ তৃণমূল নেতাকে কাঠগড়ায় তোলেন তৃণমূল সাংসদ কুণাল ঘোষ।