Last Updated: Saturday, June 21, 2014, 21:00
সুদীপ্ত সেনকে কলকাতা থেকে পালাতে সাহায্য করেছিলেন কারা? কাদেরই বা প্রতিমাসে টাকা দিতেন সারদা কর্তা? এই তদন্তে নেমে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথির হদিশ পাচ্ছে না সিবিআই। উধাও সুদীপ্ত সেনের বেশ কিছু সিম কার্ড ও একটি নোট বুক। যদিও সারদা কর্তার দাবি গ্রেফতারের পর এ সবই তিনি দিয়ে দিয়েছিলেন পুলিসকে। বিষয়টি নিয়ে রাজ্য পুলিসের বিশেষ তদন্তকারী দল ও বিধাননগর পুলিসের কাছে জানতে চাইবে সিবিআই।