Saraha - Latest News on Saraha| Breaking News in Bengali on 24ghanta.com
সাহারা কর্তার ৪ মার্চ পর্যন্ত পুলিস হেফাজতের নির্দেশ

সাহারা কর্তার ৪ মার্চ পর্যন্ত পুলিস হেফাজতের নির্দেশ

Last Updated: Friday, February 28, 2014, 21:32

সাহারা কর্তা সুব্রত রায়কে চৌঠা মার্চ পর্যন্ত পুলিস হেফাজতের নির্দেশ দিল লখনউ সিজেএম আদালত। চৌঠা মার্চ সুপ্রিম কোর্টে পেশ করা হবে সুব্রত রায়কে। সিজেএম আদালতে সাহারা গোষ্ঠীর দাবি, লগ্নিকারীদের বকেয়া রয়েছে মাত্র দুহাজার কোটি টাকা। আজ সকালেই আত্মসমর্পণ করেন সুব্রত রায়। তবে তাতেও শেষরক্ষা হয়নি। তাঁর জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানার আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট।