Sariska - Latest News on Sariska| Breaking News in Bengali on 24ghanta.com
 জেল মুক্ত হওয়ার পথে শতাধিক বাঘের মৃত্যুর কারণ

জেল মুক্ত হওয়ার পথে শতাধিক বাঘের মৃত্যুর কারণ

Last Updated: Tuesday, July 16, 2013, 15:38

ভারতের ভয়ঙ্করতম চোরা শিকারী সংসার চাঁদ এবার জেল থেকে ছাড়া পাওয়ার পথে। এই সংসার চাঁদ রাজস্থানের সরিস্কায় বেশ কিছু বাঘের নিখোঁজের কারণ। সারা দেশে একা হাতে অন্তত ২০০টি বাঘকে হত্যা করেছে সংসার চাঁদ। বাঘ ছাড়াও হত্যা করছে কয়েক হাজার বন্য জীব।