Last Updated: Thursday, September 6, 2012, 16:08
পরস ভাসিন মৃত্যুরহস্যে মুখ খুললেন শেলির বাবা সতীশ মিত্তল। তাঁদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে সতীশ বলেন পরসকে বিয়ে করার জন্য শেলির ওপর চাপ সৃষ্টি করেছিল পরসের পরিবার। এমনকী, শেলির সঙ্গে পরসের দীর্ঘ ৬ বছরের সম্পর্কের কথাও এদিন অস্বীকার করেন সতীশ।