Last Updated: Tuesday, May 29, 2012, 17:47
মাধ্যমিকের ফলে এবারেও কলকাতাকে টেক্কা দিল জেলার স্কুলগুলি। প্রথম দশের তালিকায় এবারেও প্রাধান্য বজায় রইল জেলারই। এবছর মাধ্যমিকে পাশের হার ৮১.০৬ শতাংশ। ৯১.৪২ শতাংশ পাশের হারে কলকাতাকে টেক্কা দিয়েছে পূর্ব মেদিনীপুর।