Last Updated: Monday, August 19, 2013, 19:03
মায়ানগরী মুম্বই থেকে আচমকাই এল ফোনটা। আননোন নাম্বার রিসিভ করলেন কামদুনির মাস্টার মশাই প্রদীপ মুখার্জি। ম্যায় আমির খান বোল রাহা হুঁ মুম্বইসে। ফোনের ওপ্রান্ত থেকে ভেসে এল তারকার কন্ঠস্বর। কামদুনির আন্দোলন নিয়ে সত্যমেব জয়তে-র শুটিংপর্ব শেষ। এবার ফোনে কামদুনির পাঁচজনকে লাইভ অনুষ্ঠানে মুম্বই যাওয়ার আমন্ত্রণ জানালেন আমির খান।