Last Updated: Sunday, November 6, 2011, 12:41
রাজনৈতিক অস্থিরতা এবং আর্থিক সঙ্কট, এই দুইয়ের ছায়াতেই বিশ্বজুড়ে পালিত হল কুরবানির ইদ। ইদের নমাজ, কুরবানি, পরস্পর শুভেচ্ছা বিনিময়ের পরিচিত দৃশ্য দেখা গেছে সকাল থেকেই। কিন্তু একদিকে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি বাদ সেধেছে উত্সবের মেজাজে। অন্যদিকে লিবিয়া, সিরিয়া, ইরাক, ইয়েমেনের মত বহু দেশই উত্সবের দিনেও হিংসা ও অস্থিরতার ছায়া থেকে মুক্ত হতে পারেনি।