Last Updated: Friday, January 10, 2014, 17:40
সাবালক হচ্ছে ভারতীয় অ্যানিমেশন জগত? এবার পূর্ণদৈর্ঘ্যের অ্যানিমেশন মুভির হাত ধরে নেট দুনিয়া মাতাতে এসে গেল সেই অতি পুরাতন সবিতা ভাবি। গত বছরেই মুক্তি পেয়েছে সেক্সি সবিতা ভাবির চলতা ফিরতা অবতার। ভারতের প্রথম পূর্ণদৈর্ঘ্যের শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য তৈরি অ্যানিমেশন ছবি।