Last Updated: Sunday, January 5, 2014, 21:35
নতুন আরও একটা আন্তর্জাতিক ক্রিকেট মাঠের অভিষেক হয়ে গেল রবিবার। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নিউজিল্যান্ডের চতুর্থ একদিনের ম্যাচ আয়োজিত হল নেলসনের স্যাক্সটন ওভাল নামের মাঠে (Saxton Oval, Nelson)। এই প্রথম নেলসনের স্যাক্সটন ওভালের মাঠে আন্তর্জাতিক ম্যাচ আয়োজিত হল। বৃষ্টির ভ্রকুটি সত্ত্বেও ম্যাচ দেখতে ভিড় জমালেন বহু ক্রিকেটপ্রেমী।