Last Updated: Wednesday, January 15, 2014, 11:33
এ বছরের স্ক্রীন অ্যাওয়ার্ডস-এ (Screen Awards 2014) জয়জয়কার বাংলা, মিলখা সিংয়ের দৌড় আর দীপিকা পাড়ুকোনের ম্যাজিকের। তবে এবারও প্রমাণ হল বলিউডের পুরস্কার মঞ্চে এখনও আসল তারার নাম হল শাহরুখ খান। সমালোচকদের কাছে বিদ্ধ হওয়ায় চেন্নাই এক্সপ্রেসকে নিয়েই তিনি বছরের জনপ্রিয়তম নায়কের পুরস্কার জিতে নিলেন। শাহরুখ ম্যাজিকে হেরে গেলেন রণবীর কাপুর, হূতিক রোশনরাও। ২০০৯ সাল থেকে স্ক্রীন অ্যাওয়ার্ডস-এ জনপ্রিয় অভিনেতার পুরস্কার দেওয়া শুরু হয়েছে। তার মধ্যে এই পুরস্কার শাহরুখ খানই পেয়ে গেলেন তিন বার।