Last Updated: Wednesday, February 27, 2013, 13:25
সূর্য সেন মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মেয়র সহ পুরসভাকেই কার্যত কাঠগড়ায় তুললেন খোদ মুখ্যমন্ত্রী। আমরিকাণ্ডের পরও পরিস্থিতির কোনও বদল হয়নি বলে আজ মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিয়ে নিজের ক্ষোভ চেপে রাখেননি তিনি। কলকাতার একাধিক এলাকা জতুগৃহ। প্রকাশ্যে এমন স্বীকারোক্তিও করতে শোনা যায় মুখ্যমন্ত্রীকে।