Last Updated: Saturday, February 1, 2014, 19:34
সাত সকালেই লাইনচ্যুত রানাঘাট লোকালের ছ-ছটি কামরা। শিয়ালদার দিকে আসার পরে দমদম ছাড়ার পরেই লাইন থেকে ছিটকে যায় কামরাগুলি। বিপর্যস্ত হয়ে পড়ে শিয়ালদা উত্তর শাখার ট্রেন চলাচল। হালিশহরেও লাইনে ফাটল দেখা দেওয়ায় ট্রেন চলাচল বিপর্যস্ত হয়ে পড়ে। পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হতে রাত ২টো বাজবে বলে রেল সূত্রে জানানো হয়েছে।